Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষা প্রতিষ্ঠান ক্রমিক নং ফিল্ডের নাম সংক্ষিপ্ত বিবরণ ১ নাম রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২ সংক্ষিপ্ত বর্ণনা রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের অন্তর্গত রামভদ্রপুর গ্রামে অবস্থিত। ০৩ প্রতিষ্ঠা কাল ১৯৪২ খ্রিষ্টাব্দে। ০৪ ইতিহাস রামভদ্রপুর গ্রামটি বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত। ভারতের পশ্চিম বঙ্গ সীমান্ত। এই এলাকার অধিকাংশ মানুষ নিরক্ষর ছিল। এলাকার জনগণকে অক্ষর জ্ঞান দানের জন্য এলাকার মৃত মনির উদ্দিন বিদ্যালয়টি জমিদান করেন ও ১৯৪২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। ০৫ মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৪১ জন। ০৬ ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণিভিত্তিক ২০১২ ইং সালে বিদ্যালয়ে ভর্তিকৃত শ্রেণিওয়ারী ছাত্র/ছাত্রীর সংখ্যার নিম্নরূপঃ- শ্রেণি ছাত্র ছাত্রী মোট শিশু ০৬ ০৯ ১৫ জন প্রথম ২৭ ৩৩ ৬০ জন দ্বিতীয় ২৮ ২৪ ৫২ জন তৃতীয় ১৯ ৩০ ৪৯ জন চতুর্থ ২০ ২২ ৪২ জন পঞ্চম ১১ ১২ ২৩ জন মোট = ১১৩ ১২৮ ২৪১ জন ০৭ পাশের হার ৭৩% ০৮ প্রধান শিক্ষক / অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, বি,এস-সি (অনার্স), এম,এস-সি (উদ্ভিদ বিজ্ঞান) ০৯ অন্যান্য শিক্ষক/কর্মচারীবৃন্দ রোমানা আখতার, এইচ,এস,সি, সি-ইন-এড, সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান, এম,এস,এস, সহকারী শিক্ষক মোছাঃ ইকতারা খাতুন, এম,এস-সি, সি-ইন-এড, সহকারী শিক্ষক তামান্না নাসরিন, এম,এস,এস, সি-ইন-এড, সহকারী শিক্ষক মাহফুজা আক্তার, এইচ,এস,সি, সি-ইন-এড, সহকারী শিক্ষক ১০ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আঃ রশিদ মন্ডল, পিতা- মোঃ মকছেদ আলী, গ্রাম- রামভদ্রপুর, উপজেলা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট। ১১ বর্তমান পরিচালনা কমিটির তথ্য মোঃ আঃ রশিদ মন্ডল, সভাপতি মোঃ আতাউল হোসেন, সহ-সভাপতি মোছাঃ রেশমা বানু, সদস্য মোঃ মনিরুজ্জামান বাবুল, সদস্য মোঃ শাহানাজ বেগম, সদস্য মোঃ আঃ বারিক বাবুল, সদস্য মোঃ রজিব উদ্দিন মন্ডল, সদস্য শ্রীমতি মনি হেমরম, সদস্য আনজুয়ারা বেগম, সদস্য মোছাঃ রোস্তমা বেওয়া, সদস্য রোমানা আক্তার, সদস্য মোঃ কামরুজ্জামান, সদস্য-সচিব ১২ বিগত ৫ বছরের সমাপনি / পাবলিক পরীক্ষার ফলাফল সাল পাশের হার ২০০৮ ৯০% ২০০৯ ৮৭% ২০১০ ৮২% ২০১১ ৭৬% ১৩ শিক্ষাবৃত্তির তথ্য বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর ৫০ শতাংশ উপবৃত্তির আওতাভূক্ত। ১৪ অর্জন ১৫ ভবিষ্যৎ পরিকল্পনা পূর্বে বিদ্যালয়ে পরিমান মত শিক্ষক ছিল না তাই বিদ্যালয়ের ফলাফল ভাল হয়নি। বর্তমানে ৬ জন শিক্ষক কর্মরত আছে। বিদ্যালয়ের পড়ালেখার প্রতি ভালভাবে নজর দেওয়া হচ্ছে। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ১০০% ভর্তি নিশ্চিত করা হয়েছে, ১০০% উপস্থিতি এবং ১০০% পাশের হার করব। ১৬ যোগাযোগ উপজেলা সদর হতে ১৫ কিঃমিঃ দুরে অবস্থিত। রাস্তা পাকা। ১৭ ছবি