Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাগজানা ইউনিয়ন পরিষদ

  কোর্ড নংঃ ৪২  

এক নজরেনং বাগজানাইউনিয়ন পরিষদ

কালেরস্বাক্ষী বহনকারী প্রতিবেশী দেশ ভারতের কোল ঘেষে বিখ্যাত স্থলবন্দর হিলি সীমান্তবতী© পাঁচবিবি উপজেলার একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো বাগজানাইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ও বাগজানাইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায়সমুজ্জ্বল।

ক) নাম – ১নং বাগজানাইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৫.২৫(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –২৬,৩০৫জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২৫টি।

ঙ) মৌজার সংখ্যা –২২ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটরিক্সা/বেবীটেক্স /বাস

জ) শিক্ষার হার – ৬৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব, মোঃ জামাত আলী

 ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি।

ট) ইউপি ভবন স্থাপন কাল – ০১/০৯/১৯৮৮ইং।

ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৯/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৪/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৪/০৮//২০১৬ইং